Search

Login

Menu

Together Forward With
Shariah!

Islamic Deposit Products

Grow your business with Aviva loan. Be it small or medium, Aviva loan can help you achieve your dreams

SERVICES WE OFFER

MUDARABA MARRIAGE DEPOSIT SCHEME

প্রত্যক পিতামাতার সন্তানের উপযুক্ত বয়সে বিবাহের ব্যবস্থা করার দায়িত্বকে সহজতর করা

পিতা-মাতা তাদের সন্তানের উপযুক্ত সময়ে বিবাহ সম্পাদনের জন্য এ স্কীমে মাসিক সঞ্চয়ের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ ব্যবস্থা করতে পারেন। এছাড়াও অবিবাহিত পুরুষ ও নারী নিজ নামে হিসাবটি খুলতে পারেন। উক্ত হিসাবে শরীয়াহ্ ভিত্তিক মুদারাবা নীতির ভিত্তিতে জমা এবং জমাকৃত অর্থ শরীয়াহ্ সম্মতভাবে বিনিয়োগ করা হয়। এই হিসাব নন-মুসলিম গ্রাহকগণ ও খুলতে পারেন।

• গ্রাহকের সামর্থ্য অনুযায়ী জমা
• গ্রাহকের চাহিদা মোতাবেক স্কীমের মেয়াদ
• গ্রাহক নিজস্ব নামে একের অধিক হিসাব খুলতে পারবেন

হিসাব খোলার যোগ্যতা
• ১৮ বছরের অধিক যে কোন বাংলাদেশী নাগরিক
• নাবালক তাঁর আইনগত অভিবাবক দ্বারা পরিচালিত এই শর্তে এই হিসাব
খুলতে পারবেন।
হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
• হিসাবধারী/ হিসাবধারীদের ও নমিনী / নমিনীদের ১ কপি করে সত্যায়িত ছবি * হিসাবধারী/ হিসাবধারীদের ও নমিনী/ নমিনীদের ১ কপি করে
জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স
• আবেদনকারী/ আবেদনকারীদের ই-টি আই এন (e-TIN) সার্টিফিকেটের কপি (যদি থাকে)

Corporate Division

Aviva

SARA TOWER 5TH FLOOR, 11/A TOYENBEE CIRCULAR ROAD, MOTIJHEEL, DHAKA 1000

MUDARABA MOHOR DEPOSIT SCHEME

সমাজে স্ত্রীর মৌলিক অধিকার হিসেবে মোহর পরিশোধ সম্পর্কে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা সৃষ্টি করা।

স্ত্রীর নামে এ হিসাব খোলা হয়। তবে অবিবাহিত পুরুষ নিজ নামে হিসাবটি খুলতে পারেন যার সম্পূর্ন অর্থ বিবাহের পরে স্ত্রীর নামে খোলা নতুন মোহর হিসাবে স্থানান্তর করা যায়। শরীয়াহ্ ভিত্তিক মুদারাবা নীতির ভিত্তিতে জমা এবং জমাকৃত অর্থ শরীয়াহ্ সম্মতভাবে বিনিয়োগ করা হয়। এই হিসাব নন-মুসলিম গ্রাহক গণ ও খুলতে পারেন।

কাবিননামায় উল্লেখিত মোহরানার মোট টাকার পরিমান, ইতোমধ্যে আদায়কৃত টাকা এবং আদায়যোগ্য টাকার পরিমান উল্লেখ করে আদায়যোগ্য টাকার উপর মাসিক কিস্তি নির্ধারিত হবে। বিবাহের কাবিননামায় উল্লেখিত দেনমোহরের চাইতে স্বামীর ইচ্ছায় অধিক পরিমান অথবা স্ত্রীর সম্মতিতে কম পরিমান অর্থ স্বামী-স্ত্রী উভয়ের যৌথ সম্মতি লিখিতভাবে প্রদান করা স্বাপেক্ষে মোহরানা আদায়কল্পে এই হিসাবে সমন্বয় সাধন করা যাবে। হিসাব খোলার সময়ই কিস্তির হার নির্ধারন করতে হবে।

হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
হিসাবধারী/ হিসাবধারীদের ও নমিনী / নমিনীদের ১ কপি করে সত্যায়িত ছবি
হিসাবধারী/ হিসাবধারীদের ও নমিনী/ নমিনীদের ১ কপি করে
জাতীয় পরিচয়পত্র / পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স
আবেদনকারী/ আবেদনকারীদের ই-টি আই এন (e-TIN) সার্টিফিকেটের কপি (যদি থাকে)
নমিনি
হিসাবধারী এক বা একাধিক নমিনি মনোনিত করতে পারেন, যা পরিবর্তনযোগ্য।

Corporate Division

SARA TOWER 5TH FLOOR, 11/A TOYENBEE CIRCULAR ROAD, MOTIJHEEL, DHAKA 1000

MUDARABA HAJJ DEPOSIT SCHEME

হজ্ব ইসলামের পাঁচটি মৌলিক ভিত্তির মধ্যে অন্যতম। সামর্থ্যবান ব্যক্তিদের হজ্ব করা অত্যাবশ্যক।

অনেকে হজ্বের নিয়ত করেও এককালীন টাকা জোগাড় করতে না পেরে যথাসময়ে হজ্বে যেতে পারেন না। তাঁদের জন্য মুদারাবা হজ্ব ডিপোজিট স্কীম একটি উত্তম সমাধান। এই স্কীমের আওতায় প্রতিমাসে সঞ্চয়ের মাধ্যমে কাঙ্খিত সময়ে হজ্বব্রত পালনে গ্রাহককে সহায়তা করাই আমাদের লক্ষ্য অর্থ্যাৎ একটি নির্দিষ্ট মেয়াদান্তে গ্রাহক হজ্ব পালনের সম্পূর্ন খরচ অথবা খরচের কাছাকাছি প্রয়োজনীয় টাকা সঞ্চয় করতে পারবেন। গ্রাহক তার আর্থিক সামর্থ্য বিবেচনা করে যেকোনো মেয়াদে এটি গ্রহন করতে পারেন।

যেকোন ব্যক্তি একক নামে মুদারাবা হজ্ব সঞ্চয়ী হিসাব খুলতে পারবেন।
এ হিসাব ৩ থেকে ১০ বছরের মধ্যে হজ্ব পালনে আগ্রহী ব্যক্তিগণ তাঁর চাহিদা ও সামর্থ্য অনুযায়ী মাসিক কিস্তির ভিত্তিতে খুলতে পারেন।
জমাকৃত টাকার উপর দৈনিক স্থিতির ভিত্তিতে সর্বোচ্চ ওয়েটেজে মুনাফা দেয়া হয়ে থাকে।
কোন জমাকারী যদি পূর্বনির্ধারিত সময়ের পূর্বেই হজ্ব সম্পাদনে আগ্রহী হন, তাহলে তিনি তাঁর মুদারাবা হজ্ব সঞ্চয়ী হিসাবে জমাকৃত টাকার সাথে ঐ বছর নির্ধারিত হজ্বের টাকার অবশিষ্টাংশ জমা করে হজ্ব পালন করতে পারেন।

যারা মুদারাবা হজ্ব ডিপোজিট স্কীম খুলতে পারবেন

১৮ বছর বা তার অধিক যেকোন বাংলাদেশী নাগরিক

হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

• হিসাবধারী/ হিসাবধারীদের ও নমিনী / নমিনীদের ১ কপি করে সত্যায়িত ছবি
• হিসাবধারী/ হিসাবধারীদের ও নমিনী / নমিনীদের ১ কপি করে
জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স
• আবেদনকারী/ আবেদনকারীদের ই-টি আই এন (e-TIN) সার্টিফিকেটের কপি (যদি থাকে)

Corporate Division

SARA TOWER 5TH FLOOR, 11/A TOYENBEE CIRCULAR ROAD, MOTIJHEEL, DHAKA 1000

MUDARABA TERM DEPOSIT

Grow Your Business. Achieve Your Dreams.

Boost the growth of your business by availing Aviva Term Loan. We strive to provide the best possible service through quick processing and convenient repayment so that you can reduce the burden on your finances and take your business to the next level with ease.

Mudaraba Term Deposit Receipt (MTDR) is a profit bearing account which offers returns by depositing money for fixed period of time based on Mudaraba concept. These deposits are repayable subject to a period of notice and hence known as time deposits or time liabilities meaning thereby that these are withdraw able subject to a period of notice and not on demand. With a minimum amount of Tk.20000/- for the period of 3 months, 6 months, 12 months, 24 months and  a maximum of 60 months can be deposited.

  1. Complete account opening form
  2. 02 copies passport size photographs of account holder duly attested by introducer
  3. 1 copy photograph of nominee duly attested by the accountholder
  4. Identification proof like National ID Card/Passport
  5. Minimum deposit Tk.20000/-
  6. Introducer signature
Corporate Division

SARA TOWER 5TH FLOOR, 11/A TOYENBEE CIRCULAR ROAD, MOTIJHEEL, DHAKA 1000

Mudaraba Deposit Pension Scheme

মুদারাবা ডিপোজিট পেনশন স্কীম হল একটি বিশেষ ধরনের সঞ্চয় পরিকল্পনা - যা গ্রাহকের মাসিক ক্ষুদ্র সঞ্চয়কে একটি নির্দিষ্ট মেয়াদে আকর্ষনীয় মুনাফাসহ বৃহৎ সঞ্চয়ে রুপান্তরে সহায়তা করবে।

কর্মজীবন শেষে অবসর জীবনের অন্যতম সঙ্গী হতে পারে এ স্কীম। এছাড়াও ভবিষ্যত স্বপ্ন পূরনের জন্য যদি কেউ বড় সঞ্চয় করতে চান, তাহলে গ্রাহকের জন্য মুদারাবা ডিপোজিট স্কীম হল সঠিক সমাধান ।

ইসলামী শরীয়াহ্ ভিত্তিতে পরিচালিত একটি স্বল্প এবং দীর্ঘ মেয়াদী সঞ্চয় স্কীম। সমাজের স্বল্প ও মধ্যবিত্ত গ্রাহক, যারা মাসিক আয় থেকে সঞ্চয় করতে চান তাঁদের জন্য ভবিষ্যৎ সঞ্চয়ের উত্তম সমাধান হতে পারে আভিভা ফাইন্যান্স লিমিটেড এর এই মুদারাবা ডিপোজিট পেনশন স্কীম। এই স্কীম মাসিক কিস্তির ভিত্তিতে খোলা যায়।

• গ্রাহকের সামর্থ্য অনুযায়ী মাসিক কিস্তি
• গ্রাহকের চাহিদা মোতাবেক স্কীমের মেয়াদ
• মেয়াদান্তে সর্বোচ্চ মুনাফা পাওয়ার নিশ্চয়তা
• গ্রাহকের নিজস্ব নামে একের অধিক হিসাব খোলা যায়

হিসাব খোলার যোগ্যতা
• ১৮ বছরের অধিক যেকোন বাংলাদেশী নাগরিক
• নাবালক তাঁর আইনগত অভিবাবক দ্বারা পরিচালিত এই শর্তে এই হিসাব খোলা যায়

হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
• হিসাবধারী/ হিসাবধারীদের ও নমিনী / নমিনীদের ১ কপি করে সত্যায়িত ছবি • হিসাবধারী/ হিসাবধারীদের ও নমিনী / নমিনীদের ১ কপি করে
জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স
আবেদনকারী/ আবেদনকারীদের ই-টি আই এন (e-TIN ) সার্টিফিকেটের কপি (যদি থাকে)

Corporate Division

SARA TOWER 5TH FLOOR, 11/A TOYENBEE CIRCULAR ROAD, MOTIJHEEL, DHAKA 1000

EASY WAY DEPOSIT

Grow Your Business. Achieve Your Dreams.

Boost the growth of your business by availing Aviva Term Loan. We strive to provide the best possible service through quick processing and convenient repayment so that you can reduce the burden on your finances and take your business to the next level with ease.

Tenure: 1-5 Years

Profit Withdrawal: On maturity

Profit Charging: On yearly /maturity basis

1. Complete account opening form
2. 02 copies passport size photographs of account holder duly attested by introducer
3. 1 copy photograph of nominee duly
attested by the accountholder
4. Identification proof like National ID Card/Passport
5. Minimum deposit Tk.100000/-
6. Introducer signature

Corporate Division

SARA TOWER 5TH FLOOR, 11/A TOYENBEE CIRCULAR ROAD, MOTIJHEEL, DHAKA 1000

Mudaraba Cash Waqf Deposit Scheme

মুদারাবা ওয়াক্ফ ক্যাশ জমা হিসাব . মুদারাবা ক্যাশ ওয়াক্ফ স্কীম হল সদকায়ে জারিয়া বা অনন্তকাল সওয়াব প্রাপ্তির অন্যতম মাধ্যম।

আভিভা ফাইন্যান্স লিমিটেড এ যে কোন গ্রাহক যে কোন সময় খুলতে পারেন মুদারাবা ওয়াক্ফ ক্যাশ জমা হিসাব। এ হিসাবে সঞ্চয়কারীর ইচ্ছানুযায়ী তার মুনাফার অংশ সমাজ সেবায়, গরিব ও অসহায় মানুষের কল্যাণে দান করা হয়। এ স্কীমের মাধ্যমে গ্রাহক এককালীন বা মাসিক কিস্তি আকারে জমাকৃত অর্থের মাধ্যমে অর্জিত মুনাফা গ্রাহকের মনোনীত ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা শরীয়াহ্ সম্মত যে কোন খাতে দান করবে আভিভা ফাইন্যান্স লিমিটেড।

মুদারাবা ওয়াক্ফ ক্যাশ জমা হিসাবের অর্জিত মুনাফা স্থায়ী দান হিসেবে গণ্য করা হয়। মুদারাবা নীতির ভিত্তিতে হিসাবধারী হচ্ছেন 'ওয়াফি' আর প্রতিষ্ঠান তার পক্ষে ওয়াক্ফকৃত নগদ অর্থ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে।

নির্ধারিত খাত যেমন: দুঃস্থ পুর্নবাসন, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা এবং সামাজিক উপযোগিতামূলক সেবা খাতে ওয়াক্ফ জমা হিসাবের মুনাফার অর্থ ব্যয় করা হয় অথবা হিসাবধারী পছন্দ মাফিক শরীয়াহ্সম্মত অন্য যে কোনো খাতে মুনাফা ব্যয় করতে পারবেন। এক্ষেত্রে হিসাব খোলার সময় ফরমে 'ওয়াকিফ' বিশেষ নির্দেশনা প্রদান করবেন। এতদসংক্রান্ত কোন নির্দেশনা উল্লেখ না করায় কোন বিতর্ক দেখা দিলে ওয়াক্ফ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ওয়াক্ফকৃত ক্যাশ থেকে অর্জিত মুনাফার অংশ বিশেষ উক্ত জমার সাথে যুক্ত করে মূল ওয়াক্ফ জমার পরিমাণ বৃদ্ধি করতে পারবেন।

এককালীন জমা/কিস্তি
ওয়াক্ফকারী এককালীন অথবা যেকোন নির্দিষ্ট পরিমান টাকা
কিস্তি আকারে ক্যাশ ওয়াক্ফ হিসাবে জমা করতে পারেন। তবে ওয়াকফ স্কীমের সর্বনিম্ন মোট জমার পরিমান (এককা- লীন) ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা হতে সর্বোচ্চ যেকোন পরিমান হতে পারে। সর্বনিম্ন মাসিক কিস্তির পরিমাণ ১,০০০/- (এক হাজার টাকা)।

ক্যাশ ওয়াক্ফ সার্টিফিকেট
ঘোষিত ক্যাশ ওয়াক্ফ এর সম্পূর্ণ অর্থ জমা হওয়ার পর সার্টিফিকেট প্রদান করা হয়।

মুনাফা
মুদারাবা ডিপোজিট প্রোডাক্টের মধ্যে মুদারাবা ওয়াক্ফ ক্যাশ জমা হিসাবেই সর্বোচ্চ ওয়েটেজে মুনাফা প্রদান করা হয়।

হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
• হিসাবধারী/ হিসাবধারীদের ও নমিনী / নমিনীদের ১ কপি করে সত্যায়িত ছবি • হিসাবধারী/ হিসাবধারীদের ও নমিনী / নমিনীদের ১ কপি করে
জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স
• আবেদনকারী/ আবেদনকারীদের ই-টি আই এন (e-TIN) সার্টিফিকেটের কপি (যদি থাকে)

Corporate Division

SARA TOWER 5TH FLOOR, 11/A TOYENBEE CIRCULAR ROAD, MOTIJHEEL, DHAKA 1000

Easy Way Deposit Scheme (EWDS)

Grow Your Business. Achieve Your Dreams.

Boost the growth of your business by availing Aviva Term Loan. We strive to provide the best possible service through quick processing and convenient repayment so that you can reduce the burden on your finances and take your business to the next level with ease.

In this plan a depositor will get monthly interest against deposited amount on a regular basis. If this plan is opened, it will ensure the future security of the investor. It is introduced considering mainly the future security of the retired government and non-government employees and other calculative depositors.
You can place Benefit Scheme with Aviva in monthly or quarterly terms for a varying period of 12 to 36 months

  • Tenure: 2-5 Years
  • Profit withdrawal: On maturity
  • Profit charging: One year / maturity basis
  • Minimum deposit amount: BDT. 1000.00 to open the account
  • Scheme Deposit amount: Any amount but not less than minimum amount of BDT. 1000.00
  • Scheme deposit frequency: Not fixed, Clint can deposit any amount and any time but not less than minimum amount of BDT. 1000.00
  • Matured Amount: Not fixed since scheme amount is not fixed
  • Profit rate: A prevailing provisional profit rate
  • Excise duty and income tax are applicable as per government laws and regulations which will be realised on maturity or encashment whichever is earlier
Corporate Division

SARA TOWER 5TH FLOOR, 11/A TOYENBEE CIRCULAR ROAD, MOTIJHEEL, DHAKA 1000

Choose a Scheme Which Best Fits Your Needs

We understand that we all have one thing in common;we all are different. At Aviva, we offer different schemes to fit your life.